ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কালো টাকা সাদা করার সুযোগ আরও এক বছর

কালো টাকা সাদা করার সুযোগ আরও এক বছর (২০২১-২২ অর্থবছর) থাকছে। তবে কালো টাকা সাদা করার জন্য উচ্চ হারে কর দিতে হবে।একই সঙ্গে অপ্রদর্শিত আয়ের অর্থ ১০ শতাংশ হারে কর দিয়ে বিনিয়োগ করার সুযোগ দিয়েছে সরকার।


মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ র্অথবছরের জন্য পাস করা অর্থবিলে এসব সংশোধনী আনা হয়েছে।


অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরের জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করার সুযোগ থাকবে। শর্তানুযায়ী শেয়ার মার্কেট, ব্যাংক ও সঞ্চয়পত্র এবং নগদ টাকা ২৫ শতাংশ কর দিয়ে সাদা করা যাবে। মোট করের ওপর ৫ শতাংশ জরিমানা দিতে হবে। তবে কেউ যদি কালো টাকা শিল্প-কারখানায় বিনিয়োগ করেন তাহলে শুধু ১০ শতাংশ কর দিয়েই সাদা করার সুযোগ পাবেন।


চলতি অর্থবছরের বাজেটেও ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। এসব অর্থ ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, জমি-ফ্ল্যাটসহ কিছু নির্ধারিতখাতে বিনিয়োগের সুযোগ ছিল।

ads

Our Facebook Page